১৭ অক্টোবর, ২০২৩ ১৫:৫০

বেলজিয়ামে বন্দুক হামলা, সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত

অনলাইন ডেস্ক

বেলজিয়ামে বন্দুক হামলা, সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত

ইউরো বাছাইপর্বে রাজধানী ব্রাসেলসে বেলজিয়ামের বিপক্ষে খেলছিল সুইডেন। সেই খেলার মাঝখানেই জানা যায়, ব্রাসেলসে দুই সুইডিশ নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। সেই ঘটনার পর ম্যাচের বাকি অংশ আর খেলেনি সুইডেনের ফুটবলাররা। এরপর ম্যাচটি পরিত্যক্ত হয়।

এবার জানা গেছে, বেলজিয়াম পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে। সে তিউনিশিয়ার নাগরিক। তার বয়স ৪৫ বছর।  

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তার বুকে গুলি করেছিল পুলিশ। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করলে সে মারা যায়। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি স্থানীয় কর্তৃপক্ষ।

অবশ্য বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী আগে জানিয়েছিলেন, আহত ব্যক্তিই সন্দেহভাজন বন্দুকধারী। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর