২০ অক্টোবর, ২০২৩ ০১:৩৪

নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের

অনলাইন ডেস্ক

নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের

ফিলিস্তিন ও ইসরায়েলের সীমান্তবর্তী দেশ লেবানন থেকে নিজ নাগরিকদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৃহস্পতিবার লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত এ দুটি দেশের দূতাবাস থেকে এমন নির্দেশনা দেওয়া হয়

এর আগে, লেবাননে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছিল। এখন লেবাননে যারা অবস্থান করছেন, তাদের সরে যেতে বলল উভয় দেশ।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানিয়েছে, বিমান চলাচল স্বাভাবিক থাকা অবস্থায় যত দ্রুত সম্ভব লেবানন ছাড়ার পরিকল্পনা করুন। প্রায় একই সতর্ক বার্তা দিয়ে ব্রিটিশ দূতাবাস জানিয়েছে, যদি এ মুহূর্তে আপনি লেবাননে অবস্থান করে থাকেন, তাহলে বিমান চলাচল স্বাভাবিক থাকা অবস্থায় লেবানন ছাড়ুন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর