২৪ অক্টোবর, ২০২৩ ১২:১৩

গাজায় যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ‘ঘৃণ্য অপরাধ’ করছে ইসরায়েল : রাইসি

অনলাইন ডেস্ক

গাজায় যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ‘ঘৃণ্য অপরাধ’ করছে ইসরায়েল : রাইসি

লাভরভের সঙ্গে বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

প্রতিরক্ষাবিহীন নারী ও শিশুদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর প্রত্যক্ষ মদদে ইসরায়েল ‘ঘৃণ্য অপরাধ’ করছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। 

সোমবার তেহরানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

রাশিয়ার শীর্ষ কূটনীতিক গতকাল তেহরানে  ৩+৩ ফরম্যাটের বৈঠকে মিলিত হন। ৩+৩ বৈঠকে আরও উপস্থিত ছিলেন তুরস্ক, জর্জিয়া, আজারবাইজান এবং আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। 

লাভরভের সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্য  ‘ইসরায়েল না থাকলে আমাদের ইসরায়েল তৈরি করতে হবে’ মন্তব্যের সমালোচনা করেন।
ইরানের প্রেসিডেন্ট এ সময় বলেন, ‘শিশু, নারী এবং ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের বিনিময়ে হলেও যুক্তরাষ্ট্র তার স্বার্থ হাসিল করতে চায়।’

ইব্রাহিম রাইসি আরও বলেন, যুক্তরাষ্ট্র তার বর্ণবাদী স্বার্থ রক্ষা এবং ইহুদিবাদী শাসনকে সমর্থন করার ক্ষেত্রে মাঠে যা অর্জন করতে পারেনি, আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপনের মাধ্যমে তা অর্জনের চেষ্টা করবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর