২৪ অক্টোবর, ২০২৩ ১৬:০৮

২০২২ সালে রেকর্ড ৬১ লাখ অভিবাসী পেয়েছে ওইসিডি অঞ্চল

অনলাইন ডেস্ক

২০২২ সালে রেকর্ড ৬১ লাখ অভিবাসী পেয়েছে ওইসিডি অঞ্চল

প্রতীকী ছবি

অরগানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) অঞ্চলে অভিবাসন গত বছর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

সংস্থাটি সোমবার এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।

সংস্থায় অন্তর্ভূক্ত দেশে ২০২২ সালে স্থায়ী অভিবাসন ৬১ লাখে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ২৬ শতাংশ বেশি এবং ২০০৫ সালের পর থেকে সর্বোচ্চ।

ওইসিডির ৩৮ দেশের মধ্যে ১৫টিই ২০২২ সালে বিগত ১৫ বছরে সর্বোচ্চ স্থায়ী অভিবাসন নথিভুক্ত করেছে। অভিবাসী শ্রমিকরা দেশগুলোতে শ্রম ও দক্ষতার ঘাটতি পূরণে সাহায্য করেছে।

অঞ্চলগুলোতে আশ্রয়প্রার্থীর আবেদনও রেকর্ড পরিমাণ ছিল। ২০২২ সালে নতুন আবেদনের পরিমাণ ছিল ২০ লাখেরও বেশি, যা ২০১৫ সালের রেকর্ড ১৭ লাখেরও বেশি ও ২০২১ সালের তুলনায় প্রায় দ্বিগুণ।

গত বছরের পরিসংখ্যানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে। কারণ লক্ষাধিক ইউক্রেনীয় শরণার্থী এ দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জার্মানি ও পোল্যান্ড সর্বোচ্চ সংখ্যক অভিবাসী আশ্রয় দিয়েছে। ইউক্রেন থেকে সর্বোচ্চ সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছে এস্তোনিয়া, চেক প্রজাতন্ত্র ও লিথুয়ানিয়া।

ওইসিডি’র ৩৮ দেশের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, চিলি, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স ও জার্মানি। সূত্র: আনাদোলু এজেন্সি

বিডি প্রতিদিন/আজাদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর