২৫ অক্টোবর, ২০২৩ ২১:২৫

পশ্চিমাদের ‘ডাবল স্ট্যান্ডার্ড’ প্রসঙ্গে যা বললেন ম্যাক্রোঁন

অনলাইন ডেস্ক

পশ্চিমাদের ‘ডাবল স্ট্যান্ডার্ড’ প্রসঙ্গে যা বললেন ম্যাক্রোঁন

ইমানুয়েল ম্যাক্রোঁন ও আল সিসি

কায়রোতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন বলেছেন, ‘তার দেশ ডাবল স্ট্যান্ডার্ড (দ্বিচারিতা) নীতি অনুসরণ করে না’।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁন বলেন, ‘আন্তর্জাতিক আইন সবার জন্য প্রযোজ্য এবং ফ্রান্স মানবতাবাদের সার্বজনীন মূল্যবোধ বহন করে।’

ফরাসি নেতা বলেন, সব মানুষের জীবন সমান, সব ভুক্তভোগী আমাদের সহানুভূতি এবং মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও টেকসই শান্তির জন্য আমাদের স্থায়ী অঙ্গীকারের প্রাপ্য।

উল্লেখ্য, পশ্চিমা বিশ্ব হামাসের হামলায় ইসরায়েলি নিহতদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করলেও গাজায় নিহত নারী ও শিশুদের নিয়ে কথা বলছে না। আরব দেশগুলো এ কারণে পশ্চিমাদের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছে।  

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর