২৬ অক্টোবর, ২০২৩ ১৮:২৯

ফের গাজায় ইসরায়েলি হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’র সঙ্গে তুলনা এরদোয়ানের

অনলাইন ডেস্ক

ফের গাজায় ইসরায়েলি হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’র সঙ্গে তুলনা এরদোয়ানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা ‘গণহত্যার পর্যায়ে পৌঁছেছে’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এমন হত্যাকাণ্ড সত্ত্বেও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ‘মানবতার জন্য লজ্জাজনক’।

বৃহস্পতিবার হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে পোপ ফ্রান্সিসের সাথে টেলিফোনে আলাপে তিনি এই মন্তব্য করেন।

এরদোয়ান বলেন, গাজায় নিরীহ বেসামরিক লোকজনকে নিরবচ্ছিন্ন সহায়তা প্রদানের প্রচেষ্টায় সকলের সমর্থন জানানো উচিত।

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে তুরস্কের অবস্থান পুনর্ব্যক্ত করে এরদোয়ান বলেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই এই সংঘাতের স্থায়ী সমাধান সম্ভব।

এর আগে, বুধবার ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে লড়াই করে আসা গাজা উপত্যকার ক্ষমতাসীনগোষ্ঠী হামাসকে পশ্চিমারা ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে দেখায় এর তীব্র সমালোচনা করেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, হামাস সন্ত্রাসী সংগঠন নয়, বরং তারা স্বাধীনতাকামী যোদ্ধা; যারা নিজেদের ভূমি রক্ষার জন্য লড়াই করছেন।

আঙ্কারায় তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একে পার্টির নেতাকর্মীদের এক সমাবেশে এই মন্তব্য করেন এরদোয়ান। গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলা ও হত্যাযজ্ঞের নিন্দাও জানান তিনি। এ সময় তার আসন্ন ইসরায়েল সফরের পরিকল্পনা বাতিলের ঘোষণা দেন এরদোয়ান।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর