শিরোনাম
৫ নভেম্বর, ২০২৩ ০৪:৩৬

গাজায় ‘মানবিক বিরতি’ নিয়ে অগ্রগতির তথ্য জানালেন বাইডেন

অনলাইন ডেস্ক

গাজায় ‘মানবিক বিরতি’ নিয়ে অগ্রগতির তথ্য জানালেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধে  ‘মানবিক বিরতি’ নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। 

খবরে বলা হয়েছে, তার পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে একই ইস্যুতে কাজ করছেন।

এ বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না জানতে চাইলে বাইডেন ডেলাওয়্যারের একটি গির্জা থেকে বের হয়ে গাড়িতে ওঠার আগে থাম্বআপ দিয়ে ‘হ্যাঁ’ উত্তর দেন। তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আম্মানে সাংবাদিকদের বলেন, যুদ্ধে মানবিক বিরতি বেসামরিক নাগরিকদের রক্ষা করতে এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও সহায়তা পেতে সহায়তা করবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর