১৪ নভেম্বর, ২০২৩ ১৩:৪৫

ইসরায়েলের হাসপাতালে হামলা ‘যুদ্ধাপরাধ’ হিসেবে তদন্ত হওয়া উচিত : এইচআরডব্লিউ

অনলাইন ডেস্ক

ইসরায়েলের হাসপাতালে হামলা ‘যুদ্ধাপরাধ’ হিসেবে তদন্ত হওয়া উচিত : এইচআরডব্লিউ

ইনকিউবেট থেকে বের করে রাখা হয়েছে শিশুদের

হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ইসরায়েলি সামরিক বাহিনীর ‘চিকিৎসা স্থাপনা, কর্মী ও পরিবহনে বেআইনি হামলা গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও ধ্বংস করছে। এটাকে যুদ্ধাপরাধ হিসেবে এর তদন্ত হওয়া উচিত।

সংস্থাটি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডসম্পর্কিত স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতকে তদন্তের আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের ৫ নভেম্বর ইসরায়েলি সামরিক বাহিনী হামাসের হাসপাতালগুলোর নিষ্ঠুর ব্যবহারের দাবি করলেও কোনো প্রমাণ সরবরাহ করেনি। আর আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় হাসপাতাল ও অ্যাম্বুলেন্সকে তাদের সুরক্ষিত মর্যাদা থেকে বঞ্চিত করার ন্যায়সঙ্গত নয়।

হিউম্যান রাইটস ওয়াচ ৭ অক্টোবর থেকে ৭ নভেম্বরের মধ্যে ইন্দোনেশিয়ার হাসপাতাল, আল-আহলি হাসপাতাল, ইন্টারন্যাশনাল আই কেয়ার সেন্টার, তুর্কি-ফিলিস্তিনি মৈত্রী হাসপাতাল এবং আল-কুদস হাসপাতালে বা তার কাছাকাছি হামলার তদন্ত করেছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর