১৮ নভেম্বর, ২০২৩ ১৬:০৭

হিজবুল্লাহ-ইসরায়েল হামলা-পাল্টা

অনলাইন ডেস্ক

হিজবুল্লাহ-ইসরায়েল হামলা-পাল্টা

প্রথমবারের মতো লেবাননের নাবাতেহ এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। একটি অ্যালুমিনিয়াম কারখানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ২০০৬ সালের পর আর কোনোদিন ওই এলাকায় হামলা চালায়নি ইসরায়েল। 

আজ সকালেই ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ২০টির মতো রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন গাজার বেসামরিক নাগরিক ও প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে ইসরায়েল হামলা চালাবে, তারাও ততোদিন ইসরায়েলকে চাপে রাখতে সম্ভাব্য সব উপায়ে আক্রমণ করে যাবে।

সূত্র: আল জাজিরা

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর