২ ডিসেম্বর, ২০২৩ ১১:০৭

জাম্বিয়ায় খনি ধসে মাটির নিচে আটকা ৩০ শ্রমিক

অনলাইন ডেস্ক

জাম্বিয়ায় খনি ধসে মাটির নিচে আটকা ৩০ শ্রমিক

সংগৃহীত ছবি

আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ জাম্বিয়ায় খনি ধসের ঘটনা ঘটেছে। এতে মাটির নিচে ৩০ জনেরও বেশি শ্রমিক আটকা পড়েছেন।

শুক্রবার চিনগোলার একটি তামার মাইনে এ দুর্ঘটনা ঘটে। ওই অঞ্চলে অসংখ্য বৈধ-অবৈধ খনি রয়েছে। যেখানে ঝুঁকি নিয়ে কাজ করেন শ্রমিকরা।

জাম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাক মুইয়ুমবু সংসদে খনিতে ধসের তথ্য জানান। 

তিনি বলেন, “আমি জাতিকে জানাচ্ছি চিনগোলায় একটি ট্র্যাজেডির মুখে পড়েছি আমরা। ধ্বংসস্তূপের নিচে ৩০ জনের বেশি শ্রমিক আটকা পড়ে আছেন।”

তবে খনি ধসের ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

জাম্বিয়ার খনি মন্ত্রণালয় দুর্ঘটনা সম্পর্কে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।

চিনগোলা অঞ্চলটি জাম্বিয়ার রাজধানী লুসাকার ৪০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

বিশ্বের যতগুলো দেশ তামা উৎপাদন করে সেগুলোর মধ্যে অন্যতম হল জাম্বিয়া। চিনগোলা দেশটির কপার-বেল্ট অঞ্চলের অন্তর্ভুক্ত। সূত্র: ফক্স নিউজ, এএফপি

বিডি প্রতিদিন/আজাদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর