গাজায় ফিলিস্তিনিদের জন্য আরও ৬২ টন মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে কাতার।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক পোস্টে জানিয়েছে, গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার আগে শনিবার কাতারের সশস্ত্র বাহিনীর দুটি বিমান মিশরের এল আরিশে পৌঁছায়।
কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট, কাতার রেড ক্রিসেন্ট সোসাইটি এবং কাতার চ্যারিটি খাদ্য ও আশ্রয় সরঞ্জাম এই সহায়তা প্রদান করেছে।সর্বশেষ ফ্লাইটের ফলে কাতারের মোট মানবিক ফ্লাইটের সংখ্যা ৩৫টিতে পৌঁছেছে। এগুলোতে ১,১৯২ টন ত্রাণ সরবরাহ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল