ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, প্যারিসে আইফেল টাওয়ারের কাছে পথচারীদের ওপর হামলায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্টে দারমানিন বলেন, পুলিশ সাহসের সাথে প্যারিসে কোয়াই ডি গ্রেনেলের আশেপাশে পথচারীদের ওপর হামলা প্রতিহত করেছে। এক হামলাকারীকে গ্রেফতার করেছে। এই ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। তিনি এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানান।
দারমানিন বলেন, সন্দেহভাজন ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, গাজার পরিস্থিতি নিয়ে তিনি বিচলিত।বিএফএম টিভিজানিয়েছে, নিহত ব্যক্তি একজন জার্মান নাগরিক এবং হামলাকারী হাতুড়ি ব্যবহার করে হামলা চালিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেন, হামলাকারী ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে। ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, আফগানিস্তান ও ফিলিস্তিনে মুসলমানদের মৃত্যুতে তিনি বিচলিত।
বিডিপ্রতিদিন/কবিরুল