৪ ডিসেম্বর, ২০২৩ ১৪:৫২

লেবানন সীমান্তে মর্টারের আঘাতে ৩ ইসরায়েলি সৈন্য আহত

অনলাইন ডেস্ক

লেবানন সীমান্তে মর্টারের আঘাতে ৩ ইসরায়েলি সৈন্য আহত

লেবাননের সঙ্গে থাকা ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে তিন ইসরায়েলি সেনা আহত হয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সোমবার জানিয়েছে, রবিবার রাতে লেবানন থেকে শাটুলা এলাকায় আইডিএফ পোস্টের দিকে বেশ কয়েকটি মর্টার শেল নিক্ষেপ করা হয়। এর ফলে আইডিএফের তিন সৈন্য আহত হয়। চিকিৎসার জন্য তাদেরকে সরিয়ে নেওয়া হয়।

পরে উত্তর ইসরায়েলের কিববুৎজ এলাকা, ইফতাহ এলাকায়  আইডিএফের পোস্ট লক্ষ্য করে আরও গোলাবর্ষণ করে হিজবুল্লাহ। 

লেবাননের সাথে ইসরায়েলের সীমান্তে সংঘর্ষ বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে আধিপত্য বিস্তার করেছে। এটি সিরিয়ায় ইরানের অভিজাত বিপ্লবী গার্ড কর্পসের পাশাপাশিও কাজ করে, যেখানে ইসরায়েলি অধিকৃত গোলান মালভূমি তেহরান-সমর্থিত যোদ্ধাদের থেকে ইসরায়েলকে পৃথক করে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর