৫ ডিসেম্বর, ২০২৩ ১১:১৬

প্যারিসের রাস্তায় হঠাৎ নেমে আসলো ছোট উড়োজাহাজ

অনলাইন ডেস্ক

প্যারিসের রাস্তায় হঠাৎ নেমে আসলো ছোট উড়োজাহাজ

প্যারিসের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে একটি ছোট টুইন ইঞ্জিনের উড়োজাহাজ। কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, উড়োজাহাজে থাকা তিনজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাদের আঘাত মারাত্মক নয়। 

ফ্রান্সের পরিবহনমন্ত্রী ক্লেমেন্ট বিউন জানিয়েছেন, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর উড়োজাহাজটি ভিলেজুইফের একটি আবাসিক এলাকায় জরুরি অবতরণ করে। 

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বিমানটিতে থাকা তিনজনের মধ্যে একজনের বয়স ৮০ বছর এবং দুজন যাত্রীর বয়স ২০-এর কোঠায়।

বিমানটি একটি রাস্তায় অবতরণ শুরু করে। শেষ পর্যন্ত একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের দেয়ালের সাথে ধাক্কা খায়। শেষে এটি বিল্ডিংয়ের পেছনের বাগানে থেমে যায় নিকটবর্তী গ্যারেজের ছাদ জুড়ে বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।  আঘাতে উড়োজাহাজের ফিউজলেজটি ভেঙে যায়। 

উড়োজাহাজের লেজটি মূল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডানাগুলি উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর