৫ ডিসেম্বর, ২০২৩ ১১:৫৪

জো বাইডেনের শীর্ষ উপদেষ্টা দিল্লিতে

অনলাইন ডেস্ক

জো বাইডেনের শীর্ষ উপদেষ্টা দিল্লিতে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একজন শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনার জন্য নয়া দিল্লি সফরে এসেছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বিক্রম মিসরির সঙ্গে উচ্চাভিলাষী ইউএস-ইন্ডিয়া ইনিশিয়েটিভ অন ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজির (আইসিইটি) অগ্রগতি পর্যালোচনা করতে গত ৪ ডিসেম্বর নয়া দিল্লি সফরে আসেন প্রিন্সিপাল ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন ফিনার।

মার্কিন-ভারত অংশীদারিত্বের ক্ষেত্রে আইসিইটি একটি বড় মাইলফলক, যা কৌশলগত নিরাপত্তা ও প্রযুক্তি সহযোগিতার দ্বারা ক্রমবর্ধমানভাবে সংজ্ঞায়িত হচ্ছে।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমন্বয় ও নীতিগত সমন্বয় জোরদার করার লক্ষ্যে গভীর আলোচনার জন্য ফিনার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার সাথে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক পরামর্শ করেছেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর