২৪ ডিসেম্বর, ২০২৩ ১০:১৭

বুরুন্ডিতে বিদ্রোহীদের হামলা; নিহত ২০

অনলাইন ডেস্ক

বুরুন্ডিতে বিদ্রোহীদের হামলা; নিহত ২০

পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের হামলায় ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। রবিবার (২৪ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) সীমান্তবর্তী ভুগিজো শহরে এই হামলার ঘটনা ঘটে। সেখানে বিদ্রোহীদের ঘাঁটিও রয়েছে।

শনিবার সরকারি একজন কর্মকর্তা জেরোম নিওনজিমা জানিয়েছেন, হামলায় ২০ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ শিশু, দুই গর্ভবতী নারী এবং একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

রেড-তাবারা বিদ্রোহী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে বলেছে, তারা নিরাপত্তা বাহিনীর ১০ সদস্যকে হত্যা করেছে।

রেড-তাবারা বিদ্রোহী গোষ্ঠী ২০১৫ সাল থেকে পূর্ব ডিআরসিতে অবস্থিত ঘাঁটি থেকে বুরুন্ডি সরকারের বিরুদ্ধে লড়াই করছে। বুরুন্ডিয়ান কর্তৃপক্ষের কাছে তারা ‘সন্ত্রাসী’ গোষ্ঠী হিসেবে বিবেচিত।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর