২৯ ডিসেম্বর, ২০২৩ ১৭:৩১

ভিসা ছাড়াই কেনিয়া ভ্রমণ করতে পারবে সব দেশের পর্যটকরা

অনলাইন ডেস্ক

ভিসা ছাড়াই কেনিয়া ভ্রমণ করতে পারবে সব দেশের পর্যটকরা

কেনিয়ায় ভ্রমণের জন্য বিদেশি পর্যটকদের আর ভিসার দরকার পড়বে না। এখন থেকে বিশ্বের যেকোনো দেশের নাগরিকরা বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন আফ্রিকার দেশটিতে।

আগামী জানুয়ারি থেকেই এ নিয়ম কার্যকর হবে। দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এ কথা জানিয়েছেন।

রুটো জানান, তার সরকার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখান থেকে আগেভাগেই পর্যটকদের ইলেক্ট্রনিক ট্রাভেল অথোরাইজেশন দেওয়া হবে। তাদেরকে আর ভিসার জন্য আবেদন করতে হবে না।

কেনিয়ার অর্থনীতিতে পর্যটন শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ভারত মহাসাগরের উপকূলীয় এলাকা এবং দেশটির অভ্যন্তরীণ বন্যপ্রাণী সাফারিগুলো পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর