৩ জানুয়ারি, ২০২৪ ১৯:০৪

কাসেম সোলাইমানির মাজারে বিস্ফোরণ, নিহত অন্তত ২৫

অনলাইন ডেস্ক

কাসেম সোলাইমানির মাজারে বিস্ফোরণ, নিহত অন্তত ২৫

সোলাইমানির সমাধির আশেপাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে

মার্কিন ড্রোন হামলায় নিহত ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুর চতুর্থ বার্ষিকী উপলক্ষে ইরানের কেরমান শহরের তার কবরস্থানের আশেপাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার বিকালে সোলাইমানির সমাধিস্থলের কাছে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কেরমানের জরুরি উদ্ধার সার্ভিসের প্রধান মোহাম্মদ সাবেরি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, অন্তত ২০ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

ভিডিওতে দেখা গেছে, অ্যাম্বুলেন্সগুলো ঘটনাস্থলে এসে আহতব্যক্তিদের স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে।

 কেরমান প্রদেশের রেড ক্রিসেন্টের প্রধান রেজা ফালাহ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, আমাদের র‌্যাপিড রেসপন্স টিম আহতদের উদ্ধার করছে। কিন্তু রাস্তায় ব্যাপক ভিড় উদ্ধার বাধাগ্রস্ত করছে। কর্তৃপক্ষ লোকজনদের ওই এলাকা ছেড়ে চলে যেতে বলেছে।

বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার দাবি করা হচ্ছে। তবে এটা আত্মঘাতী হামলাও হতে পারে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর