৩ জানুয়ারি, ২০২৪ ২১:৪৭

বিশ্বকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সমাধান বের করতে হবে : বোরেল

অনলাইন ডেস্ক

বিশ্বকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সমাধান বের করতে হবে : বোরেল

জোসেপ বোরেল

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যকার সংঘাতের একটি সমাধান বের করতে হবে।

তিনি বলেন, গত ৩০ বছরে আমরা যা শিখেছি এবং গাজার ট্র্যাজেডি থেকে আমরা এখন যা শিখছি তা হলো- সমাধানটি অবশ্যই বাইরে থেকে দিতে হবে।

বোরেল পর্তুগালের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আরব দেশগুলোর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, শান্তি তখনই স্থায়ী ভাবে অর্জিত হবে, যখন আন্তর্জাতিক সম্প্রদায় তা অর্জনে গভীরভাবে সম্পৃক্ত হবে এবং একটি সমাধান চাপিয়ে দেবে।

বোরেল লেবাননে হামাসের একজন জ্যেষ্ঠ নেতাকে হত্যার বিরুদ্ধেও কথা বলেছেন। তিনি বলেন, এটা সংঘাতের তীব্রতা বাড়িয়ে তুলতে পারে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাতে প্রতিবেশী দেশ লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন হামাসের উপপ্রধান সালেহ।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর