করোনাকাল থেকেই অর্থনীতির পতন, সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন অনুদানে রাশ টানা ও পরিকাঠামোগত দুর্বলতার কারণে ক্রমশ ধসে যাচ্ছে কিউবার অর্থনীতি।
সংকটে ভোগা সরকার তার বাজেট ঘাটতি কাটানোর জন্য কয়েকটি পদক্ষেপের অংশ হিসেবে ১ ফেব্রুয়ারি থেকে জ্বালানির নতুন দাম ধার্য করেছে। এতে জ্বালানির দাম ৫০০-শতাংশ বাড়িয়ে দিল দেশটির সরকার।
এক লিটার নিয়মিত গ্যাসোলিনের দাম ২৫ পেসো (২০ ইউএস সেন্ট) থেকে বেড়ে ১৩২ পেসোতে পৌঁছে গেছে, যেখানে প্রিমিয়াম পেট্রোলের দাম ৩০ থেকে ১৫৬ পেসো ধার্য করা হয়েছে।১ কোটি ১০ লাখ জনসংখ্যার এই দেশ ১৯৯০-র দশকের পর সব থেকে ভয়ংকর আর্থিক সংকটের মুখে পড়ে জ্বালানির দাম এত বাড়াল।
সূত্র : এএফপি, এনডিটিভি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ