১৬ জানুয়ারি, ২০২৪ ১৮:৪১

ইয়েমেন উপকূলে আরও একটি জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক

ইয়েমেন উপকূলে আরও একটি জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের উপকূলে গ্রিসের মালিকানাধীন একটি কার্গো জাহাজ ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে।

মাল্টার পতাকাবাহী গ্রিক মালিকানাধীন একটি বাল্ক ক্যারিয়ার দক্ষিণ লোহিত সাগরের উত্তরদিকে যাওয়ার সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল সফর করা জাহাজটি সুয়েজ খালের দিকে যাচ্ছিল। ঘটনার পর গতিপথ পরিবর্তন করে বন্দরের দিকে রওনা দেয়। 

রবিবার মার্কিন বাহিনী হুতিদের ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। সোমবার ওমান উপসাগরে মার্কিন মালিকানাধীন একটি কার্গো জাহাজ হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়।

লোহিত সাগরে জাহাজে হামলার প্রতিশোধ হিসেবে শুক্রবার হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের বেশ কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হামলা চালায়। এরপর হুতিরা এই ক্ষেপণাস্ত্র হামলা করলো। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর