১৬ জানুয়ারি, ২০২৪ ২০:২০

ফিলিস্তিনি ইস্যু সমাধান হলে ইসরায়েলকে স্বীকৃতি দিতে রাজি সৌদি আরব

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনি ইস্যু সমাধান হলে ইসরায়েলকে স্বীকৃতি দিতে রাজি সৌদি আরব

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, ফিলিস্তিন ইস্যুর সমাধান হলে সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিতে ইচ্ছুক। 

দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে (ডব্লিউইএফ) বক্তব্য রাখতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি সমস্যা সমাধানের প্রথম ধাপ হচ্ছে 'সব পক্ষের' যুদ্ধবিরতির মাধ্যমে।

বিন ফারহান বলেন, ‘আমরা একমত যে আঞ্চলিক শান্তির মধ্যে ইসরায়েলের জন্য শান্তি অন্তর্ভুক্ত রয়েছে, তবে এটি কেবল ফিলিস্তিনি রাষ্ট্রের মাধ্যমে ফিলিস্তিনিদের জন্য শান্তির মাধ্যমেই সম্ভব।

ডব্লিউইএফ-এর একটি প্যানেলে বৃহত্তর চুক্তির অংশ হিসেবে ইসরায়েলকে সৌদি আরব স্বীকৃতি দিতে রাজি হবে কিনা এমন প্রশ্নের জবাবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবশ্যই।’

উল্লেখ্য, ২০২০ সালে চারটি আরব দেশ- সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ফিলিস্তিন রাষ্ট্রের জন্য আরবদের দীর্ঘদিনের দাবিকে পাশ কাটিয়ে আব্রাহাম চুক্তি নামে পরিচিত একটি চুক্তির অধীনে ইসরায়েলকে স্বীকৃতি দেয়।

এরপর থেকে বাইডেন প্রশাসন মুসলিম বিশ্বের নেতা হিসেবে ব্যাপকভাবে বিবেচিত সৌদি আরবকে একই পথে আনার জন্য কাজ করে যাচ্ছে।

বিশ্লেষকরা মনে করেন, সৌদি আরব স্বীকৃতি দিলে অন্যান্য মুসলিম দেশও ইসরায়েলকে  স্বীকৃতি দিতে পারে। 

সূত্র: সিএনএন

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর