২৪ জানুয়ারি, ২০২৪ ১৭:৩৯

ইয়েমেনে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

ইয়েমেনে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর হুঁশিয়ারি

হুতি যোদ্ধাদের একটি দল

ইয়েমেনে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রকে বলেছি ইয়েমেনের ওপর তাদের হামলা কৌশলগত ভুল।

গার্ডিয়ান থেকে শুরু করে স্কাই নিউজে লেখা হচ্ছে, হুথিদের ওপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ফাঁদে পা দিচ্ছে 

ইয়েমেনিরা পাল্টা লড়াই করতে পারে এবং ব্যাপক বিমান হামলা থেকে তারা নিজেদের রক্ষার উপায় জানে।

ইরান–সমর্থিত হুতিরা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ ও গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশে এসব হামলা চালাচ্ছে তারা। হুতিরা ইয়েমেনের বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে। 

এদিকে ইয়েমেনে কর্মরত জাতিসংঘ ও এর আওতাধীন বিভিন্ন সংস্থার যেসব কর্মীর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে, তাদের ইয়েমেন ছাড়তে বলেছে হুতি বিদ্রোহীরা। এ জন্য হুতিদের পক্ষ থেকে জাতিসংঘের মার্কিন–ব্রিটিশ কর্মীদের এক মাসের সময় দেওয়া হয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর