২৪ জানুয়ারি, ২০২৪ ১৮:০৮

উড়োজাহাজের সব আরোহীর মৃত্যু হয়েছে: বেলগোরোদ গভর্নর

অনলাইন ডেস্ক

উড়োজাহাজের সব আরোহীর মৃত্যু হয়েছে: বেলগোরোদ গভর্নর

ফুটেজে বিস্ফোরণের একটি দৃশ্য ফুটে উঠেছে

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গভর্নর জানিয়েছেন বিধ্বস্ত উড়োজাহাজের সব আরোহীর মৃত্যু হয়েছে।

নিজের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে গভর্নর  ভিয়াচেস্লাভ গ্লাদকভ বলেছেন, বেলগোরোদ অঞ্চলে বিধ্বস্ত হওয়া সামরিক পরিবহন বিমানের সব আরোহী নিহত হয়েছেন। তিনি জানিয়েছেন, উড়োজাহাজটি একটি জনবহুল এলাকায় বিধ্বস্ত হয়েছে এবং বিধ্বস্ত স্থানটি এখন ঘিরে রাখা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বিধ্বস্ত হওয়া সামরিক উড়োজাহাজটি ইউক্রেন ভূপাতিত করেছে এবং এটিকে 'বর্বরোচিত' কাজ বলে অভিহিত করেছে। তবে মন্ত্রণালয় এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি। 

এর আগে  ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে দেশটির একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওই উড়োজাহাজে রুশ বাহিনীর হাতে বন্দী হওয়া ইউক্রেনের সেনাবাহিনীর ৬৫ সদস্য, ৬ জন ক্রু এবং যুদ্ধবন্দীদের পাহারায় নিয়োজিত ৩ ব্যক্তি ছিলেন।

 মস্কোর ভাষ্যমতে, এই ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের বন্দীবিনিময়ের জন্য নেওয়া হচ্ছিল। পেছনে আরেকটি উড়োজাহাজে ৮০ জন ইউক্রেনীয় বন্দী ছিলেন। ওই ঘটনার পর দ্বিতীয় উড়োজাহাজটিকে ফিরিয়ে নেওয়া হয়েছে।

ইউক্রেন বলছে, ওই উড়োজাহাজে তাদের বন্দীরা ছিল কিনা তা তারা যাচাই করে দেখছেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর