৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০৯:২০

মিয়ানমারে বেসামরিকদের ওপর হামলা বন্ধে নিরাপত্তা পরিষদের ৯ দেশের আহ্বান

অনলাইন ডেস্ক

মিয়ানমারে বেসামরিকদের ওপর হামলা বন্ধে নিরাপত্তা পরিষদের ৯ দেশের আহ্বান

সংগৃহীত ছবি

মিয়ানমারে বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নয়টি সদস্য দেশ। 

এক যৌথ বিবৃতিতে বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা বন্ধের আহ্বান জানানো হয়। 

একইসঙ্গে প্রেসিডেন্ট ইউ উইন মিন্ত ও স্টেট কাউন্সিলর অং সান সুচিসহ সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়ার কথাও বলা হয়েছে বিবৃতিতে।

নিরাপত্তা পরিষদের ওই নয় দেশ হল- তিন স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স এবং অস্থায়ী সদস্য জাপান, দক্ষিণ কোরিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, ইকুয়েডর ও মাল্টা। বিবৃতিতে স্বাক্ষর করা থেকে বিরত ছিল দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়াসহ ৭ সদস্যরাষ্ট্র।

বিবৃতিতে বলা হয়েছে, “আমরা মিয়ানমারের বেসামরিক নাগরিকদের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির তীব্র নিন্দা জানাচ্ছি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২ হাজার ৬৬৯ ধারা অনুযায়ী, মিয়ানমারের সরকারকে বেসামরিকদের ওপর হামলা-গোলাবর্ষণ, গ্রেফতার ও বন্দি করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ত এবং স্টেট কাউন্সিলর অং সান সুচিসহ সব রাজনৈতিক বন্দির অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি।” সূত্র: ইরাবতি

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর