১২ ফেব্রুয়ারি, ২০২৪ ০৪:৫৭

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন সাংবাদিক সাগরিকা ঘোষ

নিজস্ব প্রতিবেদক

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন সাংবাদিক সাগরিকা ঘোষ

ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায ভোটের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে সাংবাদিক সাগরিকা ঘোষের নাম ঘোষণা করা হয়েছে। 

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তৃণমূলের পক্ষ থেকে আসন্ন রাজ্যসভার নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গ থেকে চার প্রার্থীর নাম ঘোষণা করা হয়। বাকি তিনজন হলেন মো: নাদিমুল হক, মমতা বালা ঠাকুর এবং সুস্মিতা দেব। এদের মধ্যে নাদিমুল বর্তমানে রাজ্যসভার সংসদ রয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে এবার রাজ্যসভার পাঁচটি আসন খালি হচ্ছে, তার মধ্যে চারটি তৃণমূলের, বাকিটি বিজেপির। 

দিল্লীর সেন্ট স্টিফেন্স কলেজের স্নাতক সাগরিকা পরবর্তীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মডার্ন সাইন্সে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। 

১৯৯১ সাল থেকে ভারতীয় গণমাধ্যমের সাথে যুক্ত রয়েছেন তিনি। টাইমস অফ ইন্ডিয়া, আউটলুক, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, সিএনএন-আইবিএন, বিবিসি ওয়ার্ল্ড'এর মতো নামি গণমাধ্যম প্রতিষ্ঠানে কাজ করেছেন তিনি। 

সাগরিকার বাবা ভাস্কর ঘোষ ছিলেন দূরদর্শনের সাবেক ডিরেক্টর জেনারেল। সর্বভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের সিনিয়র সাংবাদিক, সঞ্চালক, লেখক রাজদীপ স্বরদেশাই এর স্ত্রী হলেন সাগরিকা।

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর