১২ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:২০

অন্য দলের সাথে জোট অথবা একীভূত হবে পিটিআই

অনলাইন ডেস্ক

অন্য দলের সাথে জোট অথবা একীভূত হবে পিটিআই

ব্যারিস্টার গহর আলী খান

সংরক্ষিত আসনের অভাব জাতীয় ও প্রাদেশিক পরিষদে সরকার গঠনের সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বুঝতে পেরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নীতিগতভাবে অন্য রাজনৈতিক দলের সাথে মিত্রতা বা একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

 পিটিআই নেতা ব্যারিস্টার গহর আলী খান এমনটাই জানিয়েছেন। 

ডন নিউজের সাথে কথা বলার সময় পিটিআইয়ের এই নেতা বলেন, তারা এই বিষয়ে বিকল্পগুলি অন্বেষণ করছেন। তবে পিটিআই অবশ্যই সম্ভাব্য জোটের জন্য পিএমএল-এন বা পিপিপির সাথে বসবে না।

ডনের শো-তে তিনি বলেন, আমরা ওই দুই দলের সাথে বসতে সঙ্গেই স্বাচ্ছন্দ্য বোধ করি না। তাদের (পিএমএল-এন বা পিপিপি) কারও সঙ্গে সরকার গঠন বা তাদের সঙ্গে একযোগে সরকার গঠনের বিষয়ে কোনো আলোচনা হবে না। সরকার গঠনের চেয়ে বিরোধী দলে বসা ভালো, কিন্তু আমরা মনে করি আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে। তিনি বলেন, দলের ম্যান্ডেট মানা না হলে দল শক্তিশালী বিরোধী দল গঠন করবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর