১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:২৫

ফের নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক

ফের নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

এবার ভূমি থেকে সাগরে নিক্ষেপণ যোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সামনে থেকে দেখলেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। এসময় তিনি তার সেনাবাহিনীকে দক্ষিণ কোরিয়ার সাথে লড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন।

আজ বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর দিয়েছে। এর আগে বুধবারও বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় কিমের দেশ। এই খবর দিয়েছিল দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। চলতি বছরেই এ নিয়ে ছয় বার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পিয়ংইয়ং। 

কেসিএনএ জানিয়েছে, নতুন ধরনের এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিজে থেকে তত্ত্বাবধান করেছেন কিম। এর নাম দেওয়া হয়েছে পাদাসুরি-৬। আর এই পরীক্ষায় বেশ সন্তুষ্ট হয়েছেন কিম।

সাগরে ওড়ার পর ১৪শ’ সেকেন্ডর মধ্যেই এই ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি উত্তর কোরিয়ার। কিম বারবারই অভিযোগ করে আসছেন, দক্ষিণ কোরিয়া বারবার উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে আসছে। 

 

সূত্র: আল জাজিরা

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর