১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ২১:৫৭

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বন্দুকধারীর হামলায় নিহত ৩

অনলাইন ডেস্ক

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বন্দুকধারীর হামলায় নিহত ৩

হামলার স্থলে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বন্দুকধারীর হামলায়  ৩ জন ও ৪ জন আহত হয়েছে। ইসরায়েলের পুলিশ কমিশনার কোবি শাবতাই নিহত হামলাকারীর পরিচয় নিয়ে প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ঘটনার তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, 'এই হামলা আমাদের মনে করিয়ে দিচ্ছে পুরো দেশ একটি ফ্রন্ট এবং হত্যাকারীরা শুধু গাজা থেকে আসেনি। তারা আমাদের সবাইকে হত্যা করতে চায়। সম্পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।

দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, এই ঘটনা আবারও প্রমাণ করল যে, অস্ত্র জীবন বাঁচায়। তিনি বেসামরিক নাগরিকদের মধ্যে আগ্নেয়াস্ত্র বিতরণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর