২১ ফেব্রুয়ারি, ২০২৪ ১৮:৪৮

নাভালনির মৃত্যুর ঘটনায় ৬ রুশ কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

নাভালনির মৃত্যুর ঘটনায় ৬ রুশ কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

অ্যালেক্সি নাভালনি

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বুধবার বলেছেন, সাইবেরিয়ার কারাগারের প্রধান ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে লন্ডন।

‘নাভালনির সঙ্গে নৃশংস আচরণের জন্য যারা দায়ী তাদের কোনো বিভ্রান্তির মধ্যে থাকা উচিত নয়- আমরা তাদের জবাবদিহি করব’, বলেছেন ডেভিড ক্যামেরন।

নিষেধাজ্ঞা আরোপিত ব্যক্তিদের যুক্তরাজ্য যেকোনো সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। 

নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আইকে-৩ আর্কটিক পেনাল কলোনি ‘পোলার উলফ’ এর তত্ত্বাবধান ভাদিম কনস্টান্টিনোভিচ কালিনিন এবং তার পাঁচ ডেপুটি।

শুক্রবার নাভালনির মৃত্যুর ঘটনায় নিষেধাজ্ঞা আরোপকারী প্রথম দেশ যুক্তরাজ্য অবিলম্বে নাভালনির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করার আহ্বান জানিয়েছে।

  ক্যামেরন বলেন, এটা স্পষ্ট যে রুশ কর্তৃপক্ষ নাভালনিকে হুমকি হিসেবে দেখেছে এবং তারা বারবার তাকে চুপ করানোর চেষ্টা করেছে। এ কারণেই আমরা আজ তার হেফাজতের জন্য দায়ী সবচেয়ে সিনিয়র কারা কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর