২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ১৬:১৪

যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় ৫০ রুশ নাগরিক ও প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় ৫০ রুশ নাগরিক ও প্রতিষ্ঠান

৫০ রুশ নাগরিক ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাজ্য নিষেধাজ্ঞার মাধ্যমে তারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অস্ত্রভান্ডার ও যুদ্ধ তহবিল সংকুচিত করতে চাইছে। রুশ অর্থনীতির লাগাম টানতে দেয়া সমন্বিত পশ্চিমা প্রচেষ্টার অংশ এই নিষেধাজ্ঞা।

নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, আন্তর্জাতিক অর্থনৈতিক চাপের (নিষেধাজ্ঞা) অর্থ হলো রাশিয়া এই অবৈধ আগ্রাসন চালিয়ে নিতে সক্ষম হবে না।

যুক্তরাজ্য-ঘোষিত প্যাকেজে রাশিয়ার গোলাবারুদ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে নিশানা করা হয়েছে। এছাড়াও ধাতু, হীরা এবং জ্বালানিশিল্পে রাজস্বের উত্সগুলোকে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয়েছে।

এর আগে রাশিয়ায় পুতিন বিরোধী নেতা নাভালনির মৃত্যু ইস্যুতে ছয়জন রুশ কারা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি। আর নাভালনির স্ত্রী-কন্যার সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, শুক্রবার রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দেবে দেশটি।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর