২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ২৩:০০

রুশ সেনাদের কাছে এবার গ্রাম হারাল ইউক্রেন

অনলাইন ডেস্ক

রুশ সেনাদের কাছে এবার গ্রাম হারাল ইউক্রেন

আভদিভকার চিত্র

রাশিয়া ইউক্রেনের স্টেপোভ গ্রাম দখল করার দাবি করেছে। গ্রামটিকে রুশ সেনারা পেট্রোভকয়ে নামে অভিহিত করেছে। এটি আভদিভকা থেকে পাঁচ কিলোমিটার (৩.১ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রুশ বাহিনী ইউক্রেনীয় বসতি মুক্ত করেছে। এতে তারা আরও সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে। 

বিবৃতিতে বলা হয়েছে, লেনিনস্কয়, নভগোরোদস্কোয়ে, নোভোবাখমুতোভকা, টোনেনকোয়ে, অরলোভকা এবং পারভোমাইস্কয়ের বসতি এলাকায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ১১টি হামলা প্রতিহত করেছে ‍রুশ বাহিনী।

এতে আরও বলা হয়, রুশ বাহিনী ১৬৫ জন ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে, দুটি ব্র্যাডলি পদাতিক যুদ্ধ যান, একটি এম১১৩ সাঁজোয়া কর্মী বাহক এবং পাঁচটি যানবাহন ধ্বংস করেছে। এছাড়া লড়াইয়ের সময় আর্টিলারিম্যানরা তিনটি ডি-২০ বন্দুক, একটি এমস্টা-বি হাউইটজার, একটি গভোজডিকা স্ব-চালিত আর্টিলারি মাউন্ট এবং পাঁচটি ডি -৩০ হাউইটজার ধ্বংস করেছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর