১ মার্চ, ২০২৪ ২০:১২

ইরানে পপ সংগীত শিল্পীর তিন বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

ইরানে পপ সংগীত শিল্পীর তিন বছরের কারাদণ্ড

এক বছরেরও বেশি সময় আগে গণবিক্ষোভের সময় যে পপ গায়কের গান জাতীয় সংগীত হয়ে উঠেছিল, তাকে কমপক্ষে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

২৬ বছর বয়সী শেরভিন হাজিপোর ২০২২ সালের সেপ্টেম্বরে মাসা আমিনির হেফাজতে মৃত্যুর পর দেশব্যাপী বিক্ষোভের সময় ‘বারায়ে’ গান লিখেছিলেন এবং প্রকাশ করেছিলেন।

ইরানের কঠোর পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে ২২ বছর বয়সী ইরানি কুর্দি তরুণী মাসা আমিনিকে গ্রেফতার করা হয়। পুলিশি হেফাজতে তিনি নিহত হন।

শুক্রবার শেরভিন হাজিপোর তার ইনস্টাগ্রাম পেজে বলেন, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে জনগণকে দাঙ্গায় উস্কানি ও উস্কানি দেওয়ার দায়ে তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ‘সরকারের বিরুদ্ধে অপপ্রচারের’ দায়ে তাকে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়টি কবে জারি করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং এটি অন্য কোথাও জানানো হয়নি।

ইরানের আইন অনুযায়ী, শেরভিন হাজিপোরকে তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। ২০২৩ সালের মার্চে পার্সি নওরোজ উপলক্ষে হোয়াইট হাউসের একটি উদযাপনে ‘বারায়ে’ গান বাজানো হয়েছিল।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর