৬ মার্চ, ২০২৪ ১৯:৪৫

চীনের কাছ থেকে ‘নন-লেথাল’ সামরিক সরঞ্জাম পাচ্ছে মালদ্বীপ

অনলাইন ডেস্ক

চীনের কাছ থেকে ‘নন-লেথাল’ সামরিক সরঞ্জাম পাচ্ছে মালদ্বীপ

মালদ্বীপের প্রেসিডেন্ট ও চীনের প্রেসিডেন্ট

বেইজিংয়ের সঙ্গে নতুন স্বাক্ষরিত চুক্তির আওতায় মালদ্বীপ চীনের সামরিক বাহিনীর কাছ থেকে বিনামূল্যে ‘নন-লেথাল’ সামরিক সরঞ্জাম ও প্রশিক্ষণ পাবে। এর মধ্য দিয়ে ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটির স্বাধীনতা ও স্বায়ত্তশাসন আরও জোরদার হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু।

মুইজু চীনের আন্তর্জাতিক সামরিক সহযোগিতা অফিসের উপ-পরিচালক মেজর জেনারেল ঝাং বাওকুন এবং এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব চায়নার প্রেসিডেন্ট রেন শেংজুনের সঙ্গেও পৃথকভাবে সাক্ষাৎ করেছেন।

এর আগে সোমবার মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ঘাসান মামুন ও মেজর জেনারেল ঝ্যাংয়ের মধ্যে একটি সামরিক সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

এই প্রথম মালদ্বীপ এত স্তরের সামরিক সহযোগিতার জন্য চীনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। নিউজ পোর্টাল সান জানিয়েছে, এর আগে মালদ্বীপের নগর ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তার জন্য চীন বিশেষভাবে পরিচিত ছিল।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর