৭ মার্চ, ২০২৪ ১৬:৩২

দুর্নীতিগ্রস্ত দল ও সরকারকে উৎখাত করাই আমাদের উদ্দেশ্য : অভিজিৎ গাঙ্গুলী

দীপক দেবনাথ, কলকাতা

দুর্নীতিগ্রস্ত দল ও সরকারকে উৎখাত করাই আমাদের উদ্দেশ্য : অভিজিৎ গাঙ্গুলী

বিজেপিতে যোগ দিলেন সাবেক বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী

‘আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে আসন্ন লোকসভা ভোটেই পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতিগ্রস্ত দল ও দুর্নীতিগ্রস্ত সরকারকে (তৃণমূল) উৎখাত করা। যাতে ২০২৬ সালে তারা (তৃণমূল) আর ক্ষমতায় আসতে না পারে।'

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়ে এসব কথা বলেন কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী।

সল্টলেকে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি বিজেপিতে নাম লেখান। 

প্রথমে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এরপর তার হাতে দলের পতাকা তুলে দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, দলের সাংসদ লকেট চ্যাটার্জি, বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিহারের সাবেক মুখ্যমন্ত্রী মঙ্গল পান্ডে, বিজেপি নেতা সজল ঘোষ, কৌস্তব বাগচী সহ অন্যরা। এই সময় দল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও ভারত মাতা বলে স্লোগান দিতে থাকেন দলের উৎসাহী কর্মী সমর্থকরা।

এর আগে এদিন সকালে সাবেক বিচারপতির সল্টলেকের বাড়িতে গিয়ে তাকে দলীয় কার্যালয়ে নিয়ে আসেন অগ্নিমিত্রা পাল, সজল ঘোষসহ কয়েকজন বিজেপি নেতৃত্ব। এরপর দলীয় কার্যালয়ে প্রবেশের আগে শঙ্খ বাজিয়ে, উলু দিয়ে ফুল ছিটিয়ে অভিজিৎ গাঙ্গুলীকে স্বাগত জানান দলের কর্মী সমর্থকরা।

বিজেপিতে যোগ দিয়ে অভিজিৎ গাঙ্গুলী আরও বলেন, ‘আজ আমি একেবারে নতুন জগতে পা দিলাম। এই সর্বভারতীয় দলে যেখানে নরেন্দ্র মোদি, অমিত শাহ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীসহ এরকম লোকেরা আছেন, তাদের পরামর্শ আমার প্রতি মুহূর্তে লাগবে। কারণ, দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই দল থেকে আমাকে দেওয়া হোক না কেন আমি তা যথাযথভাবে পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ।’ 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর