৮ মার্চ, ২০২৪ ১৫:২৯

জম্মু-কাশ্মীরের উন্নয়ন নতুন উচ্চতায় পৌঁছেছে : মোদি

দীপক দেবনাথ, কলকাতা

জম্মু-কাশ্মীরের উন্নয়ন নতুন উচ্চতায় পৌঁছেছে : মোদি

নরেন্দ্র মোদি

ভারতের জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহারের পাঁচ বছর পর এই প্রথম কাশ্মীর সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেক্ষেত্রে ২০১৯ সালের পর সেখানে এই প্রথম কোনো জনসভাতেও অংশ নিলেন তিনি।

২o১৯ সালে উপত্যকা থেকে ৩৭০ ধারা বিলোপের পর রাজ্যের মর্যাদা হারায় জম্মু-কাশ্মীর। তার বদলে জম্মু-কাশ্মীর এবং লাদাখ নামে দুটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল গঠিত হয়। কেন্দ্রীয় সরকারের সেই সিদ্ধান্তের পরে এই প্রথম জম্মু ও কাশ্মীরে প্রথম লোকসভা নির্বাচন হতে চলেছে। লোকসভা নির্বাচনের তফসিল এখনও ঘোষণা না হলেও আগামী এক সপ্তাহের মধ্যে তা হতে পারে বলে মনে করা হচ্ছে।

তার আগে বৃহস্পতিবার শ্রীনগরে গিয়ে ৬,৪০০ কোটি রুপির একগুচ্ছ উন্নয়নমুখী প্রকল্পের ঘোষণা দেন প্রধানমন্ত্রী, যার মধ্যে ছিল পর্যটন, কৃষি সম্পর্কিত বিভিন্ন প্রকল্প। কাশ্মীরের হযরতবাল মাজারের উন্নয়ন প্রকল্পের উদ্বোধনও করেন মোদি।

পরে বিকালের দিকে সেখানে একটি জনসভায়ও অংশ নেন প্রধানমন্ত্রী। শ্রীনগরের বকশি স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই অনুষ্ঠান থেকে জম্মু এবং কাশ্মীরের বিভিন্ন সরকারি পদে নিয়োগপ্রাপ্ত প্রায় এক হাজার ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাওয়া নারী, কৃষক, উদ্যোক্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। 

পরে মোদি বলেন, ‘আজকে জম্মু-কাশ্মীরের উন্নয়ন নতুন উচ্চতায় পৌঁছেছে। জম্মু এবং কাশ্মীর এখন খোলা মনে শ্বাস নিচ্ছে। এটাই হচ্ছে নতুন জম্মু ও কাশ্মীর- যার জন্য আমরা সকলেই কয়েক দশক অপেক্ষা করছিলাম। যার জন্য ড. শ্যামাপ্রসাদ মুখার্জী তার জীবন বলিদান করেছিলেন।’  

তিনি বলেন, ‘এই নতুন জম্মু ও কাশ্মীরের চোখে ভবিষ্যতের ঝলকানি আছে...। বিভিন্ন প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে এই নতুন জম্মু ও কাশ্মীরের ইচ্ছাশক্তি আছে।’

মোদির অভিমত, ‘জম্মু ও কাশ্মীর শুধু একটি অঞ্চল নয়, ভারতের কপাল। উন্নত জম্মু ও কাশ্মীর হলো উন্নত ভারত গড়ার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ। প্রধানমন্ত্রী বলেই দেন ‘আজ আমি এখানে জম্মু-কাশ্মীরের মন জিততে এসেছি।’

তিনি ফের বলেন, ‘আজকে এখানে কোনো ৩৭০ ধারা নেই। আর তাই জম্মু-কাশ্মীরের যুবকদের সম্মান দেওয়া হচ্ছে। তারা নতুন কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর