৯ মার্চ, ২০২৪ ২৩:২০

গুলি করে হুতিদের দুইটি ড্রোন ভূপাতিতে দাবি ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর

অনলাইন ডেস্ক

গুলি করে হুতিদের দুইটি ড্রোন ভূপাতিতে দাবি ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর

আকাশে উড়ছে একটি ড্রোন

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ট শ্যাপস বলেছেন, ব্রিটিশ একটি যুদ্ধজাহাজ লোহিত সাগরে দুটি হুতি অ্যাটাক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

শ্যাপস বলেন, গত রাতে এইচএমএস রিচমন্ড তাদের সি সেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দুটি অ্যাটাক ড্রোন ভূপাতিত করেছে। এর মাধ্যমে ইরান সমর্থিত হুতিদের আরেকটি অবৈধ হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে।

তিনি বলেন, যুক্তরাজ্য ও তার মিত্ররা জীবন বাঁচাতে এবং নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে।

লোহিত সাগরে ইয়েমেনের হুতিদের হামলার জবাবে মার্কিন ও ফরাসি বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে যুক্তরাজ্য।

গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েল ও তার মিত্রদের চাপ দিতে নভেম্বরের মাঝামাঝি থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হু যোদ্ধারা।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর