১০ মার্চ, ২০২৪ ০৫:১২

ইসরায়েলি বুলডোজার ধ্বংসের ভিডিও প্রকাশ করল কুদস ব্রিগেডস

অনলাইন ডেস্ক

ইসরায়েলি বুলডোজার ধ্বংসের ভিডিও প্রকাশ করল কুদস ব্রিগেডস

বুলডোজারে দাউ দাউ করে আগুন জ্বলছে

ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা কুদস ব্রিগেডস তুলকারেম সিটির নুর শামস শরণার্থী শিবিরের প্রবেশদ্বারে একটি ইসরায়েলি সামরিক ডি৯ সাঁজোয়া বুলডোজার উড়িয়ে দেওয়ার ফুটেজ প্রকাশ করেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়ে বুলডোজারটি ধ্বংস করা হয়।

অন্যদিকে হামাসের সশস্ত্র শাখা আল কাসসাম ব্রিগেডস দক্ষিণ খান ইউনিসে ফিলিস্তিনি যোদ্ধাদের ধ্বংস করা বেশ কয়েকটি ইসরায়েলি সাঁজোয়া যানের ভিডিও প্রকাশ করেছে।

এদিকে ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ফিলিস্তিনি যোদ্ধারা গাজা উপত্যকা জুড়ে ইজরায়েলি আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা করছে। 

প্রতিবেদন অনুসারে, উত্তরের বেইত হানুনে লড়াই চলছে। সেখানে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি যোদ্ধাদের মুক্ত করতে স্থল আক্রমণ শুরু হওয়ার কয়েক মাস পর গত সপ্তাহে সামরিক অবকাঠামো শনাক্ত করার জন্য নতুন প্রচেষ্টা শুরু করেছে।

পূর্ব জাবালিয়াতেও লড়াই চলছে। সেখানে ফিলিস্তিনিরা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে মর্টার ও রকেট নিক্ষেপ করছে। গাজা সিটির দক্ষিণে জেইতুন এলাকায় তীব্র লড়াই চলছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর