শিরোনাম
১২ মার্চ, ২০২৪ ১৪:২১

সিএএ রুখে দেয়ার ঘোষণা মমতার

অনলাইন ডেস্ক

সিএএ রুখে দেয়ার ঘোষণা মমতার

বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ নিয়ে এবার ক্ষোভ ঝেড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন, ‘সিএএ বাংলাকে আবার ভাগ করার খেলা। মুসলিম, নমঃশূদ্র, বাঙালিদের তাড়ানোর খেলা এটা। আমরা এটা করতে দিচ্ছি না। দেব না। আমরা সবাই নাগরিক। সিএএ করলে যারা নাগরিক, তারা অনুপ্রবেশকারী হয়ে যাবে।’

মমতা জানান, বাংলায় কারও নাগরিকত্ব যেতে দেবেন না তিনি। অন্য রাজ্যের দায়িত্ব তারা বুঝে নেবে। তিনি বলেন, ‘কাউকে বাংলা থেকে বিতাড়িত হতে দেব না। সারা ভারতবর্ষে যদি কোনও দিন সুযোগ আসে, তখন আমরা কিছুতেই এই সব করতে দেব না। এনআরসিও করতে দেব না।’

নমঃশূদ্রদের আধারকার্ড কেন বাতিল করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুললেন মমতা। তিনি বলেন, ‘ওরা ফর্মে বাবার জন্মের শংসাপত্র আনতে বলেছে। আমার কাছে বাবার জন্ম শংসাপত্র নেই। অনেকের কাছেই নেই। অনেকে খুশি হচ্ছে। কতটা ভয়ঙ্কর বুঝতে পারছেন না।’

সিএএ মানবিকতার বুকে অপমান। মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘মনে রাখবেন সব হারাবেন। ওরা ভাঁওতা দিচ্ছে। সব দিক যাবে। ইচ্ছা করে কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে। কারণ কাল থেকে রমজান শুরু হয়েছে। এই সিএএ, এনআরসির সঙ্গে যুক্ত মনে রাখবেন। শুধুমাত্র আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আনা হবে। শ্রীলঙ্কা, মিয়ানমার বাদ। এমন অনেক পরিবার রয়েছেন, যাদের এপার বাংলা থেকে ওপার বাংলায় বিয়ে হয়েছে। তারা যোগাযোগ করতে পারবেন না। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কখনও কেউ শুনেছেন?’ 

সিএএ বিজেপির লুডো খেলার ছক্কা বলে মন্তব্য করেছেন মমতা। তিনি বলেন, ‘আবেদন করার পর এনআরসি করা হবে। ডিটেনশেন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। আমি বা্ংলা থেকে তা করতে দেব না।’

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর