১২ মার্চ, ২০২৪ ১৪:২৬

আরব সাগরে রাশিয়ার মহড়া নিয়ে যা জানা গেল

অনলাইন ডেস্ক

আরব সাগরে রাশিয়ার মহড়া নিয়ে যা জানা গেল

সাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ

রাশিয়া আরব সাগরে চীন ও ইরানকে সঙ্গে নিয়ে নৌ মহড়া শুরু করছে। সামুদ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড নিশ্চিত করার লক্ষ্যে চার দিনের এই যৌথ মহড়া আজ ওমান উপসাগরের চাবাহার বন্দর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

আজারবাইজান, ভারত, কাজাখস্তান, ওমান, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সামরিক প্রতিনিধিরাও অনুষ্ঠানে পর্যবেক্ষক হিসেবে যোগ দেবে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লোহিত সাগরে জাহাজ চলাচলের হুমকি মোকাবিলার লক্ষ্যে মার্কিন নেতৃত্বাধীন নৌ জোট আরব উপদ্বীপের বিপরীত দিকে মহড়া চালাচ্ছে। বিপরীত দিকে পাল্টা মহড়া শুরু করছে রাশিয়া।

এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর ইউক্রেন থেকে ছোড়া ২৫টি ড্রোন ধ্বংস করেছে।

অন্যদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনীর ৯১০ জন হতাহত হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের মোট ক্ষয়ক্ষতি হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৮৯০ জন। গত একদিনে ইউক্রেন ২৭টি রুশ সাঁজোয়া যান, ৪২টি ড্রোন ধ্বংস করেছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর