১৪ মার্চ, ২০২৪ ২১:৩৩

গুরুতর আহত মমতা, হাসপাতালে ভর্তি

দীপক দেবনাথ, কলকাতা

গুরুতর আহত মমতা, হাসপাতালে ভর্তি

মমতা ব্যানার্জি। ফাইল ছবি

গুরুতর আহত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের বাড়িতে পড়ে গিয়েই কপালে আঘাত পান বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।  

আঘাত প্রাপ্ত মমতার ছবি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে পোস্ট করে দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। 

জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একডালিয়ায় একটি কর্মসূচি ছিল। সেই কর্মসূচি সেরেই কালীঘাটে নিজের বাড়িতে ফিরে আসেন। পরে বাড়িতে পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গেই কথা বলছিলেন। এরপর ঘর থেকে বাইরে বেরোতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান। এসময় বাড়িতে রাখা শোকেস কিংবা এই জাতীয় কোনো আসবাবপত্রের কোণে গিয়ে তার কপাল আঘাতপ্রাপ্ত হয়। তিনি কপালে চোট পান এবং ক্ষতের সৃষ্টি হয়েছে। সঙ্গে সঙ্গে রক্তক্ষরণও হয়েছে।

এরপরই তড়িঘড়ি ভাতিজা অভিষেক ব্যানার্জীর গাড়িতে করে তাকে কলকাতার এসএসকেএম (পিজি) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেই হাসপাতালের উডবার্ন ইউনিটের সাড়ে ১২ নম্বর কেবিনে ভর্তি আছেন তিনি।

হাসপাতাল সূত্রে খবর মেডিকেল টিম গঠন করে তার চিকিৎসা শুরু হয়েছে। প্রয়োজন হলে সেলাই পড়তে পারে।

মুখ্যমন্ত্রীর আঘাত পাওয়ার পরই হাসপাতালে উদ্বেগ ছড়িয়ে পড়ে। হাসপাতালে ছুটে আসেন কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়সহ তৃণমূলের নেতাকর্মী, সমর্থকরা।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর