১৫ মার্চ, ২০২৪ ২১:০৫

মমতাকে ছেড়ে মোদীর দলে ভিড়লেন অর্জুন-দিব্যেন্দু

অনলাইন ডেস্ক

মমতাকে ছেড়ে মোদীর দলে ভিড়লেন অর্জুন-দিব্যেন্দু

আনুষ্ঠানিকভাবে মমতা ব্যানার্জির দল তৃণমূল ছেড়ে নরেন্দ্র মোদীর দল বিজেপিতে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের সংসদ সদস্য অর্জুন সিং এবং তমলুকের সংসদ সদস্য দিব্যেন্দু অধিকারী। 

দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে বিজেপির উত্তরীয় পরেন তারা। সাংবাদিক সম্মেলন করে এই দুই নেতাকে বরণ করে নিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অর্জুন জানান, তিনি তার দলের কর্মীদের তৃণমূলের ‘সন্ত্রাসের’ হাত থেকে বাঁচাতেই দলবদল করেছিলেন।

বিজেপির উত্তরীয় পরে অর্জুন বলেন, ‘২০১৯-এ আমি সাংসদ হয়েছিলাম। ২০২১-এ বাংলায় যে ভোট-পরবর্তী হিংসা হয়েছে, তা সকলে দেখেছেন। ৫০এর বেশি মানুষ মারা গিয়েছেন। আমার কেন্দ্রে সবচেয়ে বেশি মানুষ নিপীড়িত হয়েছেন। দলের কর্মীদের বাঁচানোর জন্য আমাকে সাময়িক সময়ের জন্য দলবদল করতে হয়েছিল।’

অর্জুন আরও বলেন, ‘সন্দেশখালির ঘটনার পর আমি দলের সঙ্গে যোগাযোগ করেছিলাম। যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছি। কারণ নারীদের উপর ওই অত্যাচার আমি সহ্য করতে পারিনি। প্রশাসন এবং গুণ্ডা একসঙ্গে অপরাধ করেন বাংলায়।’

বিজেপিতে গিয়ে তমলুকের সাংসদ দিব্যেন্দু বলেন, ‘আজ আমার জন্য শুভ দিন। আমি বিজেপি পরিবারের সদস্য হলাম। আমাদের নেতা মোদীজি সারা দুনিয়ার নেতা। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি এই দলে যোগ দিয়েছি।’ 


সূত্র: আনন্দবাজার

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর