১৫ মার্চ, ২০২৪ ২২:২৫

রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল না দিতে ইরানকে কঠোর হুঁশিয়ারি জি-সেভেনের

অনলাইন ডেস্ক

রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল না দিতে ইরানকে কঠোর হুঁশিয়ারি  জি-সেভেনের

ইরানের ব্যালিস্টিক মিসাইল

শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ শুক্রবার ইরানকে বলেছে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর না করতে। তেহরান তা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে জি-৭।

 এক বিবৃতিতে গ্রুপের নেতারা বলেছে, ইরান যদি রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা এ সম্পর্কিত প্রযুক্তি সরবরাহ করে তবে আমরা ইরানের বিরুদ্ধে নতুন ও উল্লেখযোগ্য ব্যবস্থাসহ দ্রুত এবং সমন্বিতভাবে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। 

 ইরান নতুন করে কঠোর শাস্তির মুখে পড়তে প্রস্তুত। এর মধ্যে ইরান এয়ারের ইউরোপগামী ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত থাকতে পারে।

 শুক্রবার এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেন, আজ আমাদের বার্তা হচ্ছে, ইরান যদি রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে থাকে, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে দ্রুত প্রতিক্রিয়া জানানো হবে এবং কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর