২০ মার্চ, ২০২৪ ১৭:০৮

চীনের প্রতিবাদের পর গবেষণা জাহাজের পুনঃসরবরাহের অনুমতি দিল শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক

চীনের প্রতিবাদের পর গবেষণা জাহাজের পুনঃসরবরাহের অনুমতি দিল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা জানিয়েছে, তারা বিদেশি অফশোর গবেষণা জাহাজগুলিকে তার বন্দরে পুনঃসরবরাহের অনুমতি দেবে। এক বছরের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এ ধরনের অনুমতি দিচ্ছে শ্রীলঙ্কা।

খবর অনুসারে, জার্মানির একটি জরিপ জাহাজকে শ্রীলঙ্কা পুনঃসরবরাহের অনুমতি দেয়। এটা নিয়ে চীন কলম্বোর কাছে প্রতিবাদ জানিয়ে বলেছে, কিন্তু বেইজিংয়ের অনুরূপ অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে।

শ্রীলঙ্কার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সরকার অফশোর গবেষণা জাহাজের ওপর এক বছরের নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু এখন থেকে বিদেশি গবেষণা জাহাজগুলোকে পুনঃসরবরাহের অনুমতি দেওয়া হবে। 

১৪ মাসের মধ্যে দুটি চীনা হাই-টেক গবেষণা জাহাজ পরিদর্শনের পর ভারত ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জোরালো নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করার পর শ্রীলঙ্কা বিদেশি জাহাজের ওপর এমন নিষেধাজ্ঞা দেয়।

শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিলুকা কাদুরুগামুয়া বলেন, বিদেশি জাহাজের ওপর নিষেধাজ্ঞা গবেষণার জন্য, পুনঃসরবরাহের  জন্য নয়।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর