শিরোনাম
২৫ মার্চ, ২০২৪ ০৯:০৮

রাশিয়ায় কনসার্ট হামলায় দায় স্বীকার করলেন গ্রেফতারকৃত ৩ জন

অনলাইন ডেস্ক

রাশিয়ায় কনসার্ট হামলায় দায় স্বীকার করলেন গ্রেফতারকৃত ৩ জন

রাশিয়ায় কনসার্ট হলে হামলার ঘটনায় অভিযুক্ত ৪ সন্দেহভাজনের মধ্যে ৩ জন আদালতে শুনানিতে দোষ স্বীকার করেছেন।

খবর অনুসারে, মস্কোর কনসার্ট হলে হামলায় ১৪৩ জনেরও বেশি লোককে হত্যার ঘটনায় অভিযুক্ত চার সন্দেহভাজনের মধ্যে তিনজন রবিবার রাশিয়ার একটি আদালতে এই ঘটনার জন্য দোষ স্বীকার করেছেন।

মস্কোর বাসমানি জেলা আদালত আনুষ্ঠানিকভাবে দালেরদজন মিরজোয়েভ, সাইদাকরামি মুরোদালি রাচাবালিজোদা, সামসিদিন ফারিদুনি এবং মোহাম্মদসোবির ফায়জোভ-কে দোষী সাব্যস্ত করেছে। তারা গোষ্ঠীবদ্ধভাবে সন্ত্রাসী হামলা চালানোর সাথে জড়িত। এই অপরাধে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।

আদালত গ্রেফতারকৃতদের আগামী ২২ মে পর্যন্ত প্রাক-বিচার হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

গত শুক্রবার মস্কোর উত্তরে ক্রাসনোগোর্স্ক অঞ্চলে ক্রোকাস সিটি হলে হামলা চালানো হয়। এতে এখন পর্যন্ত অন্তত ১৪৩ জন নিহত হয়েছেন। হামলার পর আইএস জানিয়েছিল, ‘তাদের সঙ্গে (ইসলামবিরোধী) দেশগুলোর চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতেই এ হামলা চালানো হয়েছে।’ হামলায় আইএসের জড়িত থাকার কথা বলেছে যুক্তরাষ্ট্রও।

তবে মস্কোয় কনসার্ট হলে হামলার জন্য রাশিয়া যখন ইউক্রেনের ওপর দায় চাপাচ্ছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর