জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, গাজার জনগণের জীবন রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আমরা যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে আসছি।
গুতেরেস বলেন, শুরুতে আমাদের কণ্ঠ তুলনামূলকভাবে একা ছিল। কিন্তু এখন আমরা দেখছি আন্তর্জাতিক সম্প্রদায় একে স্বীকৃতি দিচ্ছে।জাতিসংঘের মহাসচিব বলেন, আজকের পরদিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব পেশ করা হবে। কিন্তু এতে গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির বিষয় নেই।
এই রেজুলেশনে- ‘জিম্মি মুক্তির সাথে সাথে যুদ্ধবিরতি প্রয়োজন, তবে সকল জিম্মি মুক্তির এর সাথে সম্পর্কযুক্ত নয়’ বিষয়াদি সম্পৃক্ত আছে। তিনি বলেন,আমরা জিম্মি মুক্তির প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছি।
বিডিপ্রতিদিন/কবিরুল