১৬ এপ্রিল, ২০২৪ ২২:৩৩

আরব আমিরাতে ভারী বৃষ্টিতে মহাসড়ক প্লাবিত

অনলাইন ডেস্ক

আরব আমিরাতে ভারী বৃষ্টিতে মহাসড়ক প্লাবিত

মহাসড়কের কিছু অংশ প্লাবিত হয়

সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাতে দেশটির প্রধান মহাসড়কগুলোর কিছু অংশ প্লাবিত হয়েছে।

খবর অনুসারে, মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতেও ভারী বৃষ্টিপাতে প্রধান মহাসড়কের কিছু অংশ প্লাবিত হয়েছে। সড়কে বন্যার কারণে অনেক গাড়ি পরিত্যক্ত অবস্থায় রাখা হয়। প্রচণ্ড বাতাসের কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলেও ব্যাহত হয়েছে।

মঙ্গলবার সকালে দুবাইয়ে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদিন ধরে ১২৮ মি.মি. (৫ ইঞ্চি) বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

এদিকে প্রতিবেশী ওমানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছে আরও কয়েকজন। বাহরাইন, কাতার ও সৌদি আরবেও বৃষ্টি হয়েছে। একইসঙ্গে এশিয়ার দেশ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কয়েকদিন ধরে চলা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ৩৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন কৃষক গম কাটার সময় বজ্রপাতের শিকার হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: এপি

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর