২১ এপ্রিল, ২০২৪ ০৯:৪৩

নাইজার থেকে কেন সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র, কাঠি নাড়ছে রাশিয়া?

অনলাইন ডেস্ক

নাইজার থেকে কেন সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র, কাঠি নাড়ছে রাশিয়া?

জঙ্গিদের বিপক্ষে লড়াইয়ের ইতি টেনে নাইজার থেকে নিজেদের সব সেনা প্রত্যাহারের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

নাইজারের বর্তমান জান্তা সরকার রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে আগ্রহী। গত বছর অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের সেনাবাহিনী দেশটির ক্ষমতা দখল করে।

বিবিসি নাইজার থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার পাশপাশি যুক্তরাষ্ট্র আগাদেজ নগরীর কাছে সাহারা মরুভূমিতে তাদের ড্রোন ঘাঁটি বন্ধ করে দিতে সম্মত হয়েছে।

নাইজারে যুক্তরাষ্ট্রের এক হাজারের বেশি সেনা রয়েছে। তাদের প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে যাবতীয় আনুষ্ঠনিকতা সম্পন্ন করতে কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল নাইজারের রাজধানী নিয়ামিতে যাবে।

নাইজারের প্রধানমন্ত্রী আলী মাহামাম লামিনে জেইনের সঙ্গে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী কুর্ট ক্যাম্পবেলের বৈঠকের পর যুক্তরাষ্ট্র শুক্রবার সেনা প্রত্যাহারের ওই ঘোষণা দেয়।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর