২৯ এপ্রিল, ২০২৪ ১৪:০০

বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি সংঘাত : সৌদি অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক

বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি সংঘাত : সৌদি অর্থমন্ত্রী

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী

গাজা ও ইউক্রেনের সংঘাতের মতো ভূ-রাজনৈতিক হুমকি বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছেন সৌদি আরবের অর্থমন্ত্রী।

রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ দুই দিনের বৈঠকে এক প্যানেল আলোচনায় মোহাম্মদ আল-জাদান সতর্ক করে বলেন, সংঘাত সরাসরি অর্থনীতির ওপর প্রভাব ফেলছে।

তিনি বলেন, ভূ-রাজনৈতিক হুমকি দুর্ভাগ্যজনকভাবে কমার পরিবর্তে বাড়ছে। আপনি যদি বৃহত্তর বিশ্ব অর্থনীতির দিকে তাকান তবে সম্ভবত আজ এটাকে এক নম্বর ঝুঁকি হিসাবে দেখতে পাবেন। ভূ-রাজনৈতিক উত্তেজনা সরাসরি অর্থনীতিকে প্রভাবিত করছে।

গাজা, ইউক্রেন এবং অন্যান্য জায়গায় সংঘাত ‘অর্থনৈতিক আবেগের উপর প্রচুর চাপ সৃষ্টি করেছে’ উল্লেখ করে তিনি অর্থনীতিকে ‘অনুভূতি দ্বারা প্রভাবিত’ বলে বর্ণনা করেন।

আল-জাদান বলেন, ইউক্রেনে হোক বা ফিলিস্তিন হোক প্রাণহানির ঘটনা খুবই দুঃখজনক। বেসামরিক জীবন গুরুত্বপূর্ণ। ঠাণ্ডা মাথার দেশ ও নেতাদের টিকে থাকা প্রয়োজন। আপনাকে উত্তেজনা প্রশমিত করতে হবে। সূত্র : আরব নিউজ

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর