২৯ এপ্রিল, ২০২৪ ১৪:১৭

ত্রাণ বিতরণে সহায়তার জন্য গাজায় সৈন্য পাঠাতে পারে ব্রিটেন

অনলাইন ডেস্ক

ত্রাণ বিতরণে সহায়তার জন্য গাজায় সৈন্য পাঠাতে পারে ব্রিটেন

ফাইল ছবি

ত্রাণ বিতরণে সহায়তার জন্য গাজায় ব্রিটিশ সৈন্য মোতায়েন করা হতে পারে। তবে আমেরিকা বলেছে, তারা নিজস্ব কোনও স্থল বাহিনী গাজায় পাঠাবে না।

মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে বলেছিল, একটি তৃতীয় পক্ষ সমুদ্র সৈকতে ভাসমান করিডোরে বিশেষ ভূমিকা রাখবে। ধারণা করা হচ্ছে, এই ভূমিকা পালন করতে যাচ্ছে ব্রিটিশ বাহিনী।

বিবিসি বলেছে, এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি বিষয়টি প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কাছেও উত্থাপিত হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম মার্চ মাসে ত্রাণ বিতরণের জন্য গাজায় একটি ভাসমান পিয়ারের পরিকল্পনা ঘোষণা করেছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, এটি ইসরায়েলের সাথে অস্থায়ী পিয়ারের নিরাপত্তার সমন্বয় করবে। অস্থায়ী বন্দরটি যুদ্ধ-বিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের মানবিক সহায়তার পরিমাণ প্রতিদিন শত শত ট্রাক বৃদ্ধি করবে। সূত্র: বিবিসি, মিডল ইস্ট আই

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর